"আলোকিত হয়ে, আলোকিত সমাজ গড়ি" স্লোগানে পহর লাইব্রেরির উদ্যোগে এবং কামিনী রঞ্জন ত্রিপুরা ফাউন্ডেশনের সহযোগিতায় খাগড়াছড়ি দীঘিনালার জামতলী রাজেন্দ্র কার্বারী পাড়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পহর লাইব্রেরির সভাপতি খনেশ্বর ত্রিপুরা (রিচার্ড)। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে ধনেশ্বর ত্রিপুরা বলেন, “লাইব্রেরি জ্ঞানের ভাণ্ডার এবং মনের হাসপাতাল। বই শুধু জ্ঞান বাড়ায় না, দৃষ্টিভঙ্গি পরিবর্তনেও সহায়ক। শিক্ষিত সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা অপরিসীম।”
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী ও বৃত্তি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হরিপূর্ণ ত্রিপুরা, সাধন ত্রিপুরা, ত্রিদীপ রায় পোমাং, হরলাল ত্রিপুরা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এদিকে, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণের মাধ্যমে দীঘিনালায় শিক্ষিত ও আলোকিত সমাজ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।
বিডি প্রতিদিন/আশিক