নেত্রকোনায় জেলা সিপিবির ত্রয়োদশ সম্মেলনের অংশ হিসেবে শুক্রবার শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরে লাল পতাকা মিছিল বের করা হয়। জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা পার্টির সভাপতি নলিনী কান্ত সরকার এবং সঞ্চালনা করেন সম্পাদক মোস্তাক আহমেদ খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমরেড ডা. দিবালোক সিংহ, বিশেষ অতিথি ছিলেন কমরেড জলি তালুকদার।
আলোচনা সভার পর সিপিবির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ পাবলিক হলের সামনে থেকে মিছিল শুরু করে, জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন স্থলে ফিরে শেষ হয়। মিছিলের শুরুতে কমরেড অধ্যাপক যতীন সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড জলি তালুকদার বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। তিনি উল্লেখ করেন, সরকারে শ্রমিক শ্রেণির নেতৃত্ব না থাকায় অসন্তোষ রয়েছে। ফ্যাসিবাদ পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা চলছে, এটি হতে দেয়া হবে না।
প্রধান অতিথি ডা. দিবালোক সিংহ বলেন, “অবারো দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সিপিবির কর্মীরা লড়াই চালাবে। বাংলাদেশকে স্বাধীন করতে আমাদের বুকের রক্ত ঢেলে দিয়েছি, লড়াই চলবে যতক্ষণ রক্ত আছে।”
বিডি প্রতিদিন/আশিক