মার্ক জুকারবার্গের সংস্থা মেটার বিরুদ্ধে মামলা করলেন মার্ক জুকারবার্গ! শুনে প্রথমে চমকে গেলেও পরে বিষয়টি ঠিকঠাকই লাগবে। নাম এক হলেও ব্যক্তি দুই জন আলাদা।
এই মার্ক জুকারবার্গ এক জন আইনজীবী। তার অভিযোগ, গত আট বছর পাঁচ বার তাঁর অ্যাকাউন্ট ব্লক করেছে ফেসবুক। দাবি করেছে, তিনি অন্য কেউ হওয়ার ভান করছেন। মামলাকারীর অভিযোগ, এর ফলে শুধু যে তাঁর পেশার ক্ষতি হয়েছে, তা নয়, হাজার হাজার ডলার রোজগারও হারিয়েছেন।
মামলাকারী জুকারবার্গ আমেরিকার ইন্ডিয়ানার বাসিন্দা। তিনি মারিয়ন সুপিরিয়র কোর্টে মামলা করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ১১ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় আট লক্ষ টাকা) খরচ করে ফেসবুকে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি। চুক্তিভঙ্গ করে ফেসবুক সংস্থা সেই বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে। তিনি বিষয়টি বোঝাতে গিয়ে বলেছেন, খরচ করে কেউ রাস্তার পাশে হোর্ডিং লাগাল। তার পর তাতে কম্বল চাপিয়ে দেওয়া হল। আমার সঙ্গেও এ রকমই হয়েছে।
কোর্টে মামলাকারী আরও দাবি করেছেন, নিজের পরিচয়ের প্রমাণ হিসাবে সচিত্র পরিচয়পত্র, ক্রেডিট কার্ডের মতো নথি, নিজের বহু ছবি দাখিল করেছেন। তিনি সওয়াল করে জানিয়েছেন, ফেসবুক কর্তা জুকারবার্গ পৃথিবীতে বিখ্যাত হওয়ার আগে থেকেই তিনি নিজের এই নামে পরিচিত ছিলেন। এই নিয়ে ফেসবুককে বার বার জানিয়েছেন। কিন্তু তার পরেও তারা কান দেননি।
চলতি বছর মে মাসে আবার তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান জুকারবার্গ। তিনি এই নিয়ে মামলা করার পরে আবার সেই অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘ভুলবশত’ জুকারবার্গের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তার পরে চালুও করা হয়েছে। এই বিষয়ে জুকারবার্গ যে ধৈর্য দেখিয়েছেন, তাকে কুর্নিশ জানিয়েছে সংস্থা। ভবিষ্যতে যাতে আর সমস্যা না হয়, সে দিকে নজর রাখা হবে বলেও জানিয়েছে তারা। নিজের নামের কারণে গত কয়েক বছরে কী কী সমস্যায় পড়েছেন, একটি ওয়েবসাইট খুলে তা প্রকাশ করেছেন জুকারবার্গ।
বিডি প্রতিদিন/নাজমুল