বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্যসচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই মোহাম্মদ গণি চৌধুরীর (সেলিম) জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় মাইজভাণ্ডার দরবার শরিফের শাহি ময়দানে তার জানাজায় ইমামতি করেন মাওলানা বশিরুল আলম মাইজভাণ্ডারী।
তার জানাজায় অংশ নেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, সাবেক সাধারণ সম্পাদক শাহজাদা ওমর ফারুক, আওলাদে গাউছুল আজম শাহ সুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল মাইজভাণ্ডারী, শাহ সুফি ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী, শাহজাদা : সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভাণ্ডারীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা। এ ছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে ফটিকছড়ি প্রেস ক্লাবের নেতারা মরহুমের কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন। মোহাম্মদ গণি চৌধুরী সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএফইউজে, ডিইউজে, ফটিকছড়ি প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।