রাজধানীর উত্তরায় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। অর্থ ফেরতের দাবিতে গতকাল উত্তরা রাজউক কলেজের সামনে মহাসড়কে এ বিক্ষোভ হয়। উপস্থিত ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, হলিস্টিক হোম বিল্ডার্স নামের প্রতিষ্ঠানটি আকর্ষণীয় ফ্ল্যাট ও জমির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে। নির্ধারিত সময়ে জমি বা ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে প্রতিষ্ঠানের পরিচালকরা উধাও হয়ে গেছেন। আরেক ভুক্তভোগী বলেন, ‘প্রতিষ্ঠানের লোকজন আমাদের টাকায় বাড়ি, জমি, ফ্ল্যাট কিনেছে।’ সেগুলো নিলামে বিক্রি করে সে টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মানববন্ধনের নেতৃত্ব দেওয়া ভুক্তভোগী মোহাম্মদ মাহবুব, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ শরীফ মোল্লা, আলামিন মিয়াজী ও আবদুর রহিম অভিযোগ করে বলেন, ‘পরিকল্পিত সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের ঘামঝরা টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।’