সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা বাতিল হওয়ায় বরিশালে করা ২৮০টি মামলা বাতিল হয়ে যাচ্ছে। গত ২১ মে সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা বাতিল করে গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়।
বরিশাল সাইবার ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর স্ট্যাটাস, অশ্লীল ছবি প্রচার ও ভয়ভীতি প্রদর্শনসহ ৯টি ধারা বাতিল করা হয়েছে। যার কারণে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে করা ২৮০টি মামলার কার্যক্রম বাতিল হয়ে যাচ্ছে। এর মধ্যে ২৫০টি মামলা তদন্তাধীন রয়েছে। বাকি ৩০টি মামলা বিচারধীন ছিল।
গেজেট সূত্রে জানা গেছে, সাইবার নিরাপত্তা আইন ২০২৩ সালের ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩১ ও ৩৪ ধারার অপরাধ সংঘটনের নিষ্পন্নাধীন কোনো মামলা বা কার্যধারা কোনো পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো কর্তৃপক্ষের তদন্তাধীন মামলা কার্যক্রম বাতিল হবে। এ বিষয়ে আর কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না। এ ধারায় ট্রাইব্যুনাল বা আদালতে দেওয়া দণ্ড ও জরিমানা বাতিল বলে গণ্য হবে।
এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার ধার্য দিনে বাদী ও আসামিদের ধারা ও মামলা বাতিলের বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে। তদন্তাধীন মামলা পুলিশ রিকল করে জানিয়ে দেওয়া হচ্ছে। আদালত সূত্র জানিয়েছেন, মামলার বাতিল হওয়ার খবরে বাদীরা কান্নায় ভেঙে পড়েন। মামলার পরিচালনায় তারা অর্থ ব্যয় করে এখন বিচার পাবে না জেনে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।