পুরান ঢাকার সূত্রাপুর মৌজায় দীর্ঘ ১৪ বছর ধরে খাসমহলের নামে জারিকৃত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে পুরান ঢাকা নাগরিক কমিটি। পাশাপাশি গেন্ডারিয়া লোহারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত বিধ্বস্ত রাস্তার প্রতিবাদে মানববন্ধন করেছে তারা। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গেন্ডারিয়ার লোহারপুল (জহির রায়হান নাট্যমঞ্চ) হতে পোস্তগোলা পর্যন্ত সড়কে এ মানববন্ধন করেন তারা। এ সময় ফরিদাবাদ উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, পুরান ঢাকার সূত্রাপুর মৌজায় দীর্ঘ ১৪ বছর ধরে খাসমহলের নামে জারিকৃত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবহেলার কারণে গেন্ডারিয়ার লোহারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত ভাঙাচোরা রাস্তা সংস্কার করতে হবে। অনেক বছর ধরে লোহারপুল থেকে পোস্তগোলা ক্যান্টনমেন্ট পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সম্পূর্ণ সড়কটি খানাখন্দে ভরা। প্রায়ই বিভিন্ন রকম যানবাহন দুর্ঘটনায় পড়ছে। এ ছাড়া এলাকার বিভিন্ন গলিতে উন্নয়নের নামে রাস্তা ভাঙচুর করে রাখা হয়েছে, কিন্তু সংস্কার করা হচ্ছে না। ফলে জনদুর্ভোগ বেড়েই চলছে। আমরা এসবের সমাধান চাই।