সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ ১ হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৮২ এবং অন্যান্য ঘটনায় ৫৩৩ জন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি করে রিভলবার, ১২ বোর একনালা বন্দুক, এলজি বন্দুক, পিস্তল, জি ৩ রাইফেল, এমএ ভেরিয়েন্ট রাইফেল, এলএম ১৬ ভেরিয়েন্ট রাইফেল, দেশীয় এলজি, পাইপগান এবং নয়টি ম্যাগজিন, সাত রাউন্ড কার্তুজ, ৫১১ রাউন্ড গুলি, তিনটি চাপাতি ও দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন।
জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।