কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালী সমুদ্র উপকূলে স্রোতের টানে ভেসে যাওয়া দুই স্কুল শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন অপরজন। তারা মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৭টার দিকে মনখালী সৈকতে শখের বসে মাছ ধরতে গিয়ে দুই বন্ধু—সায়েম বাবু (১৫) ও হাবিবুল আবছার (১৪) সাগরের ঢেউয়ে ভেসে যান। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে শনিবার সকালে সায়েমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। কিন্তু হাবিবুলের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।
উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় এক স্বেচ্ছাসেবক বলেন, গতকাল সকাল থেকে আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। সায়েমের মরদেহ পাওয়া গেলেও হাবিবুলের এখনো কোনো সন্ধান নেই।
নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে তল্লাশি চালাচ্ছেন বলে জানা গেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, একজনকে উদ্ধার করা হলে বাকি একজনকে উদ্ধারে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস একযোগে কাজ করছে।
বিডি প্রতিদিন/নাজিম