অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে ১৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাজ্য। গতকাল দুপুরে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার গভীর রাতে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় পাঠানো হয়। এর আগে ২ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে এক নারীসহ ৩৯ বাংলাদেশিকে একটি বিশেষ সামরিক বিমানে দেশে ফেরত পাঠানো হয়।
লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের এক চিঠিতে বলা হয়, ফেরত আসা যাত্রীদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজনের বৈধ পাসপোর্ট ছিল, কেউ কেউ মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। হাইকমিশনের কনসুলার শাখা জানায়, ফেরত পাঠানোদের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার মানুষ আছেন। ট্রাভেল পারমিট অনুযায়ী, ফেরত পাঠানো ১৫ জনের মধ্যে অন্তত ছয়জনের পেশা অনির্ধারিত ছিল। বাকিরা যুক্তরাজ্যে অবস্থানকালে কেউ ওয়েটার, কেউবা শিক্ষার্থী ছিলেন। তালিকায় একজন নারীও রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অনেক অভিবাসী ভিসার মেয়াদ শেষ হলেও দেশে ফেরেন না। ফলে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই যুক্তরাজ্য তাদের ফেরত পাঠাচ্ছে।