রংপুরের তারাগঞ্জে রূপলাল দাস ও প্রদীপ লালকে পিটিয়ে হত্যার ঘটনায় মূলহোতা মোহাম্মদ আলীকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে তারাগঞ্জ থানার পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার সয়ার ইউনিয়নে অভিযান চালিয়ে জালাল মিয়া নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাকেও পাঁচদিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ছয়জনে।
তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী ঘটনার অন্যতম আসামি। ঘটনার পরপরই আত্মগোপনে চলে যায়। সীতাকু থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মোহাম্মদ আলী ও জালাল মিয়া দুজনের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।