রাজধানীর মহাখালী টিবি গেট এলাকায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি মো. জসিম উদ্দিনকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১-এর একটি দল গাজীপুরের পুবাইল থানার বাদন থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে। র্যাব বলছে, জসিম রাজনৈতিক অস্থিরতার সুযোগে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে মহাখালী ও বনানীতে চাঁদাবাজি করে আসছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মারামারির একাধিক মামলা রয়েছে।
গতকাল দুপুরে উত্তরা র্যাব-১-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, ১৮ আগস্ট সকাল ১০টার দিকে মহাখালীর চাঁদপুর ড্রাগ হাউস ফার্মেসিতে কালো গেঞ্জি পরা এক ব্যক্তি অস্ত্র উঁচিয়ে বিক্রেতাদের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা নেন। এ ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হলে র্যাব-১ ছায়াতদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে। নিশ্চিত হয় যে অভিযুক্ত টিবি গেট এলাকার মো. জসিম উদ্দিন।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ২২ আগস্ট বনানী থানায় একটি মামলা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জানান, রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তিনি বিভিন্ন দলের নাম ভাঙিয়ে মহাখালী ও বনানীতে চাঁদাবাজি করে আসছেন। আগেও ওই ফার্মেসি থেকে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে আরেক সহযোগীকে নিয়ে এ ঘটনা ঘটান।
র্যাবের অভিযানে ঘটনায় জড়িত মোটরসাইকেলটি মহাখালী দক্ষিণপাড়া থেকে জব্দ করা হয়েছে। তবে অস্ত্রধারী অন্য আসামি এখনো পলাতক। তাকে গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলেও জানিয়েছেন এ র্যাব কর্মকর্তা। তিনি আরও বলেন, জসিমের বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি ও মারামারির মামলা রয়েছে।