জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে কিডনি রোগীর ডায়ালাইসিস সেবা বন্ধ করে দেয় ভারতীয় কোম্পানি স্যানডোর ডায়ালাইসিস সার্ভিসেস। বকেয়া টাকা আদায়ে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। গতকাল দুপুর সাড়ে ১২টায় হাসপাতালটিতে ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন রোগীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে বিকাল সাড়ে ৩টায় এ সেবা চালু হয়। তবে মঙ্গলবারের (আজ) মধ্যে বকেয়া বিল পরিশোধ করা না হলে স্থায়ীভাবে এ সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে স্যানডোর। ঢাকা ও চট্টগ্রামের দুটি হাসপাতালে সেবা দিচ্ছে স্যানডোর। মোট ডায়ালাইসিসের ১০ শতাংশ করছে তারা। ঢাকা ও চট্টগ্রামে স্যানডোরের দুই সেন্টার মিলে ২০০ মেশিন রয়েছে। এর মধ্যে ঢাকায় ৭০টি। স্যানডোর কনসালট্যান্ট ডা. শামসুন্নাহার বলেন, ‘সরকারের কাছে আমাদের সাড়ে ৭ কোটি টাকা বাকি রয়েছে। টাকা না পাওয়ায় তিন মাস ধরে আমাদের বেতন হচ্ছে না।’
বেতন না পাওয়ায় নার্স টেকনোলজিস্টরা আর কাজ করতে চাচ্ছেন না। সামনে ঈদ, কর্মদিবস কম আছে, বেতনের আশ্বাস না পেয়ে কেউ কাজ করছেন না।’ তিনি আরও বলেন, ‘গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের বিল বাকি আছে। এ বিল সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে দিয়ে দেওয়া হয়। কোম্পানি বিল থেকে ডায়ালাইসিসের প্রয়োজনীয় উপকরণ কেনে এবং আমাদের বেতন দেয়। আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো আশ্বাস পাইনি। সাড়ে ১২টার পর থেকে কোনো রোগীকে ডায়ালাইসিস দেওয়া হয়নি।’ ডা. শামসুন্নাহার বলেন, ‘রোগীর শ্বাসকষ্ট দেখে আমরা কষ্ট পাচ্ছি কিন্তু আমাদের কিছু করার নেই। খারাপ রোগীগুলোকে আজকে দেওয়া যায় কি না সেজন্য বোঝাচ্ছি। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করছি কিন্তু এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি।’
জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক আবু আহামেদ আল মামুন বলেন, ‘একাধিকবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হবে।’