নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাড়িপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।
এসময় মো. আব্দুর রহিমের মালিকানাধীন পদ্মা পিএলসি তেলের দোকানে অভিযান চালিয়ে ১০০ লিটার অকটেন, ১০৮০ লিটার ডিজেল ও একটি বিক্রয় রশিদ বই জব্দ করা হয়। এছাড়া ফার্মেস ওয়েল ৬০০ লিটার জব্দ করা হয়।
অভিযানে ২ জনকে ১৪ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে।
অভিযানে র্যাব-১১, বিজিবি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল