দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরের জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি হয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৩ হাজার ১৮৮ জন রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫১ জনের।
প্রসঙ্গত, ২০২৪ এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ এক হাজার ২১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ৫৭৫ জন।
বিডি প্রতিদিন/কেএ