দেশের সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন হয়েছে। গতকাল শহরের সাতমাথায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন হয়।
এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, জাহাঙ্গীর আলম; সাংগঠনিক সম্পাদক আবুল শেখ, আফরোজা সুলতানা প্রমুখ। বক্তারা বলেন, পিছিয়ে পরা প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যালয়গুলো। ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন দিয়ে অনলাইনে আবেদন নেয়। তখন ২ হাজার ৭৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করে। প্রাথমিক যাচাইবাছাই শেষে ১ হাজার ৭৭২টি আবেদন গ্রহণ করা হয়। পরে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে ক, খ ও গ শ্রেণিতে বিভক্ত করা হয়।
এরপর ক শ্রেণির বিদ্যালয়গুলোয় পরিদর্শন কার্যক্রম শুরু করে; যা অত্যন্ত ধীরগতির। এর ফলে সারা দেশে ৬৩ হাজার শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন।
তাঁরা বলেন, ‘বিগত স্বৈরাচার সরকারের আমলে চরমভাবে বৈষম্যের শিকার হয়েছি। আমরা বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির জোর দাবি জানাচ্ছি।’
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাবরাবর স্মারকলিপি দেন তাঁরা।