স্বৈরাচারের নিয়োগকৃত কোম্পানি বাতিল ও বিদেশি কোম্পানির হাতে এনসিটি টার্মিনাল তুলে না দিয়ে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব সক্ষমতায় পরিচালনার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।
গতকাল বন্দর নিয়ে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান। চট্টগ্রাম নগরীর সিরাজ উদদৌলা সড়কস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন-জামায়াতে ইসলামী নগর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, সাবেক কাউন্সিলর শফিউল আলম প্রমুখ।
শাহজাহান চৌধুরী বলেন, দেশ ও জাতির স্বার্থে বন্দরের সমস্যা সমাধানে জামায়াতে ইসলামী ভূমিকা রাখছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতারা দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন। আমরা বন্দরকে দুর্নীতিমুক্ত করে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানাই। তবে বিদেশি কোম্পানির হাতে এনসিটি টার্মিনাল তুলে দেওয়া যাবে না। বন্দর কর্তৃপক্ষের নিজস্ব সক্ষমতায় বন্দর পরিচালনার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষার জন্য বন্দরকে ধ্বংস করে দিয়েছিল। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করেছে। আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন, শ্রমিক স্বার্থ রক্ষা, বেকারত্ব দূরীকরণের জন্য বন্দরকে কাজে লাগাতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।