তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বিকালে ঠাকুরগাঁওয়ের দেবীপুর মুন্সিরহাট এলাকায় গণসংযোগ চলাকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রফেসর ইউনূস দয়া করে তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচন দিন। অনেক ঘটনা ঘটতেছে। এ ঘটনাগুলো আরও ক্ষতি করবে দেশের জন্য। দেরি না করে তাড়াতাড়ি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।
মির্জা ফখরুল আরও বলেন, আমি আপনাদের সঙ্গে ছিলাম। আপনাদের সঙ্গেই থাকব। নির্বাচনে হারি-জিতি আপনাদের সঙ্গেই থাকব। আমরা হিন্দু-মুসলিম মিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সবাই একটি সুন্দর দেশ গড়ে তুলব।