ভারত-পাকিস্তান সম্পর্ক যখন নতুন করে উত্তেজনার মুখোমুখি, ঠিক সেই সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ব্যতিক্রমী ভিডিও। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের ভক্ত কিছু ভারতীয় তরুণ নাকি তাকে উপহার হিসেবে পাঠিয়েছেন এক বাক্স পানির বোতল। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন ও বিতর্ক।
গত ২৫ এপ্রিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে বৈঠকের পর দেশটির জলশক্তিমন্ত্রী সিআর পাতিল ঘোষণা দেন, ভারত থেকে যেন একটি ফোঁটাও পানি পাকিস্তানে না যায়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ভিডিও, যেখানে দেখা যায়, কিছু ভারতীয় তরুণ হানিয়া আমিরের প্রতি ভালোবাসা ও 'উদ্বেগ' প্রকাশ করে তার জন্য পানি পাঠানোর আয়োজন করছেন।
জানা গেছে, জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার পর দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও খারাপের দিকে গেছে। এমনকি ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানিবণ্টন চুক্তিও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার দাবিও উঠেছে।
এই পটভূমিতে হানিয়া আমিরের প্রতি এমন 'উপহার' একদিকে যেমন হাস্যরসের জন্ম দিয়েছে, তেমনি সামাজিক মাধ্যমে সমালোচনারও মুখে পড়েছে। অনেকেই এটিকে রসিকতার আড়ালে তুচ্ছতা হিসেবে দেখছেন।
উল্লেখ্য, হানিয়া আমির পাকিস্তানে জনপ্রিয় অভিনেত্রী হলেও, ভারতে তার ভক্তসংখ্যাও নেহাত কম নয়। তবে এই বিতর্কিত উপহার কীভাবে গ্রহণ করবেন তিনি, তা এখনও জানা যায়নি।
বিডি প্রতিদিন/মুসা