জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে নিহত শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকেও সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বহিষ্কৃত ২৫৯ জন ছাত্রলীগ নেতাকর্মীর তালিকায় অন্তর্ভুক্ত।
গত বছরের ১৮ সেপ্টেম্বর আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগে একদল শিক্ষার্থী শামীম মোল্লাকে মারধর করেন। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরের প্রায় দুই ঘণ্টা পর তিনি মারা যান। এ ঘটনায় ছয়জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয় এবং তাদের বিরুদ্ধে থানায় মামলাও হয়।
সম্প্রতি শামীম মোল্লার সাময়িক বহিষ্কারের চিঠি বিভাগে পাঠানো হলে বিষয়টি নিয়ে সমালোচনা দেখা দেয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা শাখা পৃথক বিভাগে চিঠি প্রেরণের দায়িত্বে ছিল। স্বাক্ষরের সময় অসাবধানতাবশত ভুল হয়েছে, যা সংশোধন করে পুনরায় চিঠি পাঠানো হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ ও ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাখা ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়। পরবর্তীতে নতুন প্রশাসন এসব ঘটনার তদন্ত শেষে গত ১৭ মার্চ সিন্ডিকেট সভায় ২৫৯ জন ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ