টানা দরপতনের কারণে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন শেয়ারবাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরা। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছে। ফলে কমেছে মূল্যসূচক। দরপতনের কারণে মতিঝিলের রাস্তায় নেমে বিক্ষোভে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন।
এদিকে, দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসইতে ১৫৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৫টির। আর ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে। সার্বিকভাবে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩২৬ কোটি ৬৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৯১ কোটি ৭ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৩৫ কোটি ৫৬ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল সিটি ব্যাংকের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৬ টাকার। ৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩৩ প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৬টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪১ কোটি ৫৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১০ কোটি ৯৯ লাখ টাকা।