দিল্লির যানজট এড়িয়ে দ্রুত অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছাতে মেট্রোতে চেপে বসলেন পার্থ জিন্দাল। যানজটের খেলা শুরুর আগে স্টেডিয়ামে পৌঁছাতে নিজের গাড়ির উপরও ভরসা রাখতে পারেননি দিল্লি ক্যাপিটালসের অন্যতম এই কর্ণধার।
মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দুই দলের কাছেই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। মাঠে গিয়ে দলের খেলার সিদ্ধান্ত নেন পার্থ। কিন্তু হাতে বেশি সময় ছিল না। তাই গাড়ির পরিবর্তে পার্থ বেছে নেন মেট্রো। সাধারণ মানুষের ভিড়ে মিশে পৌঁছে যান স্টেডিয়ামে। বসার জায়গাও পাননি তিনি। গোটা রাস্তা দাঁড়িয়ে থাকেন।
নিজের মেট্রো যাত্রার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন পার্থ। তার সাধারণ মানুষের সঙ্গে পথ চলার মানসিকতার প্রশংসা করেছেন অনেকে।
অক্ষর প্যাটেলেরা অবশ্য আজিঙ্কা রাহানেদের হারাতে পারেননি। ঘরের মাঠে হারতে হয়েছে দিল্লিকে। দিল্লির ২২ গজে জয়ের ফলে আইপিএলের প্লে-অফে দৌড়ে টিকে রয়েছে কেকেআর।
বিডি প্রতিদিন/নাজমুল