আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে ইতোমধ্যে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাই দেশজুড়ে এখন আলোচনা মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নেবেন কবে? শপথের আয়োজন কতদূর। এ ছাড়া শপথ নিলে তিনি কত দিন দায়িত্ব পালন করবেন- তা নিয়েও জনমনে আছে কৌতূহল। কারণ আদালতের রায়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হলেও সেখানে মেয়াদের বিষয়ে কিছু বলা হয়নি। তাহলে তিনি কি ডিএসসিসির পাঁচ বছর পূর্ণ মেয়াদে মেয়র থাকবেন, নাকি আগের মেয়াদ থেকে হিসাব করে বাকি কয় দিন থাকবেন?
জানতে চাইলে ইশরাক হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি মেয়র পদে শপথ নিলে কত দিন দায়িত্ব পালন করব- তা বলতে চাই না। এ বিষয়ে স্থানীয় সরকার আইনে বলা আছে। শুধু বলব, আমি ন্যায়বিচার চাই। আমি মনে করি, আমি পাঁচ বছরের জন্যই নির্বাচিত হয়েছি। শপথের জন্য তিনি প্রস্তুত রয়েছেন। আশা করছেন শিগগিরই শপথের আয়োজন করা হবে। জানা যায়, ইসি থেকে ২০২০ সালের পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে?‘নৌকা প্রতীক’-এর প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে নির্বাচিত ঘোষণা বাতিল করে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনের নাম প্রতিস্থাপন করে সংশোধনী বিজ্ঞপ্তি জারি করা হয়। এর আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে গত ২২ এপ্রিল চিঠি দেয় ইসি। কিন্তু আইন মন্ত্রণালয়ের মতামত আসার আগেই গত রবিবার রাতে গেজেট প্রকাশ করে ইসি। তারা বলছেন, ইশরাক হোসেন কত দিন মেয়র পদে থাকতে পারবেন বা আদৌ থাকতে পারবেন কি না- এসব বিষয়ই নির্ভর করে স্থানীয় সরকারের (মন্ত্রণালয়) ওপর। স্থানীয় সরকারের পক্ষ থেকে শপথ নিতে এখনো কোনো দিনক্ষণ ঠিক হয়নি। সরকারের সংশ্লিষ্টরাও এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করছেন না। নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পর এক মাসের মধ্যে শপথগ্রহণ অনুষ্ঠান করতে হয়। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ এবং শপথ পড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান।
আদালতের ওই রায় ঘোষণার পর থেকেই আইন-আদালত ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন সামনে আসে। এসব প্রশ্নের মূলে রয়েছে, ২০২০ সালে অনুষ্ঠিত ওই নির্বাচনের মাধ্যমে গঠিত কাউন্সিলের পাঁচ বছর মেয়াদ সম্পন্ন হচ্ছে আগামী ১৫ মে। ওই হিসাবে আগামী ১৫ মে তারিখের মধ্যে তিনি শপথ নিতে পারবেন। ইশরাকের দল বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, দলীয়ভাবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। হলে জানানো হবে। ইশরাকের শপথ নিয়ে বিএনপির ভাবনা জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ‘ইশরাক হোসেনের বিষয়ে দলে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আলোচনা হলে বিএনপির করণীয় জানা যাবে।’ নির্বাচনের সাড়ে চার মাস পর (১৬ মে, ২০২০) শেখ ফজলে নূর তাপস ডিএসসিসির মেয়রের দায়িত্ব নেন। ২০২০ সালের ২ জুন করপোরেশনের সব কাউন্সিলরকে নিয়ে প্রথম বোর্ড সভা করেন শেখ তাপস। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বোর্ড সভা থেকে তার মেয়াদকাল শুরু হয়। অর্থাৎ নতুন মেয়র যেদিন কাউন্সিলরদের নিয়ে প্রথম সভা করেন, সেদিন থেকেই শুরু হয় তার পাঁচ বছরের মেয়াদকাল। হিসাব অনুযায়ী, আগামী ১ জুন পর্যন্ত শেখ তাপস মেয়রের দায়িত্বে থাকার কথা ছিল।
যদিও ২০২৪ সালের ৩ আগস্ট গোপনে দেশ ছেড়ে পালান তিনি। আবার ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিএসসিসির আওয়ামীপন্থি সব কাউন্সিলর আত্মগোপনে চলে যান। পরে ১৯ আগস্ট শেখ তাপসসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ। সরকার ডিএসসিসিতে প্রশাসক নিয়োগ দেয়।