প্রায় ৯ বছর পর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার তাড়াইল সদরের কাছেমুল উলুম মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারওয়ার হোসেন লিটনকে সভাপতি ও সারোয়ার আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল। দুপুরে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।
সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন ও বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ।
তাড়াইল উপজেলা বিএনপির আহ্বায়ক সাঈদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কিশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, অ্যাডভোকেট জালাল মো. গাউস, আজিজুল ইসলাম দুলাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক।
সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে সারওয়ার হোসেন লিটন ও সাধারণ সম্পাদক পদে সারোয়ার আলমকে নির্বাচিত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেন, সংস্কার যেটুকু প্রয়োজন দ্রুত সেরে ফেলে নির্বাচন দেন। নির্বাচন নিয়ে যদি টালবাহানা করেন, তাহলে উদ্ভূত পরিস্থিতির দায়-দায়িত্ব যারা ক্ষমতায় আছেন, তাদের নিতে হবে।
সম্মেলনের প্রথম অধিবেশন সঞ্চালনা করেন তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নবনির্বাচিত সভাপতি সারওয়ার হোসেন লিটন। উপজেলার সাতটি ইউনিয়ন থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা মিছিল সহকারে সম্মেলনে অংশ নেন।
উল্লেখ্য, ২০১৬ সালে তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।
বিডি প্রতিদিন/এমআই