চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে আইপিএলের একেকটি ম্যাচ মানেই গ্যালারিতে হলুদ জার্সির জোয়ার। সেই দর্শকদের এখানে টানা পাঁচটি ম্যাচে স্টেডিয়াম ছাড়তে হলো একরাশ হতাশা নিয়ে। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস হেরে গেল যে টানা পাঁচ ম্যাচে!
পাঞ্জাব কিংসের বিপক্ষে বুধবার (৩০ এপ্রিল) ৪ উইকেটে হেরে প্রথম দল হিসেবে এবারের আইপিএলের প্রাথমিক পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। এই প্রথম টানা দুই আসরে প্লে-অফে দেখা যাবে না তাদের।
মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই এদিন করে ১৯০ রান। পাঞ্জাব সেটি পেরিয়ে যায় দুই বল বাকি থাকতে। আইপিএলের ইতিহাসে এই প্রথম ঘরের মাঠ চিপকে টানা পাঁচ ম্যাচে হারের তেতো স্বাদ পেল চেন্নাই।
চলতি আসরে এই মাঠে প্রথম ম্যাচে তারা জিতেছিল। পরের পাঁচটিতে সঙ্গী হলো পরাজয়। এক আসরে এই মাঠে আগে কখনও এত ম্যাচ তারা হারেনি। এর আগে সর্বোচ্চ চারটি করে হেরেছিল ২০০৮ সালে (৭ ম্যাচে) ও ২০১২ সালে (ফাইনালসহ ১০ ম্যাচে)।
রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে এবারের আসরের শুরুটা জয় দিয়েই করেছিল চেন্নাই। এরপরই শুরু হয় তাদের পেছন পানে যাত্রা। পরের পাঁচ ম্যাচে টানা হেরে যায় তারা। প্রথম পাঁচ ম্যাচের পর চোট নিয়ে টুর্নামেন্ট থেকে রুতুরাজ ছিটকে যাওয়ার পর দলের অধিনায়কত্ব দেওয়া হয় সাবেক অধিনায়ক ধোনিকে।
সপ্তম ম্যাচে জয়ের স্বাদ পেয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল তারা। কিন্তু এরপর হেরে গেল টানা তিন ম্যাচে। ১০ ম্যাচে দুই জয় ও আট হারে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে আছে চেন্নাই। এখনও চারটি ম্যাচ বাকি আছে দলটির।
চেন্নাইয়ের হয়ে এদিন ব্যাট হাতে স্যাম কারান (৪৭ বলে ৮৮) ও ডেওয়াল্ড ব্রেভিস (২৬ বলে ৩২) ছাড়া আর কেউ বিশ পর্যন্তও যেতে পারেননি। এই জয়ে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে পাঞ্জাব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ