রাজধানীতে দুই শিশু ধর্ষণে জড়িত অভিযোগে দুই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। বাসাবো ও কেরানীগঞ্জের সিরাজনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক, সিনিয়র এএসপি খান আসিফ তপু জানান, মোহাম্মদপুরের আলোচিত ১২ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি রমজানকে (৫২) সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জের সিরাজনগর থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে ডিএমপির কদমতলী থানার ওসি শফিয়াত উল্লাহ বলেন, শ্যামপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল সকালে বাসাবো থেকে ইউসুফ আলী পাটোয়ারী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে।