জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী বিএলডিপি চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন আল-আজাদ বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও বিচারকার্য দ্রুত সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় যেসব দল নির্বাচনে অংশ নেয়নি তাদের সঙ্গে সংলাপের আয়োজন এবং স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করেই জাতীয় নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করতে হবে। সরকারের ভিত্তি ও স্থিতি মজবুত করতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের দাবি জানান তিনি। গতকাল বিএলডিপির কার্যালয়ে ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক এই মন্ত্রী। পরিষদের সমন্বয়ক, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন।
আরও বক্তব্য দেন সেকেন্দার আলী মনি, বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম, এস এম মোস্তাফিজুর রহমান (মোস্তাক সরকার), ডা. আসলাম আল মেহেদী, কে সি মজুমদার, প্রফেসর এ আর খান, মিজানুর রহমান মিজু প্রমুখ।