রাজশাহীতে রাস্তায় নারীদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গির একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তিন তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে তাদের আটক করে রাজপাড়া থানা পুলিশ ও নগর গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক তরুণরা হলেন- মহানগরীর রাজপাড়া লক্ষ্মীপুর ভাটাপাড়ার মোখলেছুর রহমানের ছেলে জুবায়ের হোসেন রাকিব (১৯), কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তরপাড়ার রমজানের ছেলে মো. সবুজ (২০) ও কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছার আবদুর রাজ্জাকের ছেলে মো. রাজু (২১)।