ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘আমাদের নেতা তারেক রহমান আট মাস আগেই বলেছিলেন বিএনপিকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে হবে। তাঁর সেই ভবিষ্যদ্বাণীই আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশবাসী। আসলেই আমরা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। আজ দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে।’ গতকাল যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নবীউল্লাহ নবী বলেন, ‘একটা গোষ্ঠী দেশে অস্থিতিশীলতার চেষ্টা করছে। তারা বাংলাদেশে সংকট তৈরির নানান ষড়যন্ত্র শুরু করেছে। এখন সবাইকে সতর্ক থাকতে হবে, যেন আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে কোনো অগণতান্ত্রিক শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।’