আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এবং জুলাই বিপ্লব পরিষদ। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের আগে যাত্রাবাড়ী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক খান মো. মুরসালিন। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন নয়, আওয়ামী লীগ হলো সন্ত্রাসী সংগঠন।
সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হওয়ার জন্য যা যা করার তার সবই করেছে আওয়ামী লীগের লোকজন। সন্ত্রাসীদের সঙ্গে রাষ্ট্রের যে আচরণ হওয়া উচিত আওয়ামী লীগের সঙ্গে সেই আচরণ করতে হবে। শুধু আইনগতভাবেই নয়, সামাজিকভাবেও আওয়ামী লীগকে বয়কট করতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিরোধের বিকল্প নেই এখানে। এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. রাকিব হোসেন রাজ বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় বরং ভারতীয় গোয়েন্দা সংস্থা পরিচালিত একটি সন্ত্রাসী সংগঠন।
আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্তে আসতে সবাইকে ঐকমত্যে আসতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক, গণতান্ত্রিক ছাত্রসংসদের নির্বাহী সদস্য আহনাফ জামান, গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান হৃদয়, যাত্রাবাড়ী থানা এনসিপির প্রতিনিধি হিমেল, শ্যামপুর থানা এনসিপি নেতা রায়হান হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মো. আবুল হাসান ও সাদিল আহমেদ, সদস্য সচিব মোদাশ্বের হক তানভীর, মুখপাত্র স্বাধীন খান, উপমুখপাত্র সুরাইক হাসান সিয়াম প্রমুখ।