খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতীকী চেয়ারে আগুন দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ভিসির পদত্যাগের এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ভিসির পদত্যাগ দাবিতে দুই মাস ধরে আন্দোলন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।