বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে টিকতে না পেরে শেখ হাসিনা ইন্ডিয়ায় পালিয়ে গেছেন। তিনি ইন্ডিয়ায় আওয়ামী লীগের অফিস খুলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এখন দেশে ফ্যাসিবাদ যুগের অবসান ঘটেছে। একটি গণতান্ত্রিক মানবিক পরিবেশ ফিরে এসেছে। গতকাল বান্দরবান শহরের রাজার মাঠে জেলা জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী আগামী বছরের জুনের আগেই জাতীয় সংসদ নির্বাচন চায়। তবে এর আগে প্রয়োজনীয় সংস্কার এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাদের দোসরদের গ্রেপ্তার, বিচার নিশ্চিত করতে হবে। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, মানুষের বানানো আইনে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠিত করা যায় না। এ জন্য আল্লাহর বিধান কোরআন এবং রাসুলের প্রদর্শিত পথ অনুযায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য। জামায়াত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ১১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী জামায়াতের দাওয়াত কর্মসূচি চলছে। আপনারা ঘরে ঘরে গিয়ে জামায়াতকে বিজয়ী করার প্রচারণা শুরু করুন।
জেলা জামায়াতের আমির এসএম আবদুচ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী ও সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়াল বক্তব্য রাখেন।