বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বিএনপি তথা অঙ্গসংগঠনে কেউ যদি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কাউকে কোনো প্রকার প্রবেশের সুযোগ দেয় এবং চিহ্নিত হয় তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কারো ক্ষমা নেই। কেউ যদি গোপনে অন্যায়ভাবে ফ্যাসিস্টদের সহযোগিতা করতে চায় তারা অবশ্যই চিহ্নিত হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।গতকাল দুুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়। একই সঙ্গে বিকালে মহানগর যুবদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়।