বাংলাদেশ রেলওয়ে ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি ও যাত্রী পরিবহনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, চলবে ২০ মার্চ পর্যন্ত। যাত্রীরা ২৪-৩০ মার্চের অগ্রিম টিকিট কিনতে পারবেন। গতকাল রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। গত মঙ্গলবার রেল ভবনে রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, যাত্রীদের চাপ সামাল দিতে কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। তবে কতটি বিশেষ ট্রেন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। চাহিদার ভিত্তিতে রুট নির্ধারণ করা হবে।
এবার ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ সংযোজনের প্রস্তাব দেওয়া হয়েছে।