রাজধানীতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে প্রাথমিকভাবে গ্রেফতার ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিস্তারিত তথ্য ও অভিযোগ সম্পর্কে পরে জানানো হবে বলেও জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/হিমেল