খুলনা নগরীর বয়রা পূজাখোলা মোড়ে ‘দেশি মদপানে’ ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)। এছাড়া গুরুতর অসুস্থ হওয়ায় একজনকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
খবর পাওয়ার পরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, তারা একই সাথে বয়রার একটি দোকানে বসে একসাথে মদপান করেছিলেন।
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল হাই জানান, পরিবারের সদস্যরা লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন।
তিনি আরও জানান, মহানগরীর খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু নামের আরেক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসাপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ