বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনব্যাপী এক বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. শাহ আলমের ব্যক্তিগত উদ্যোগে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এনায়েতনগর এলাকার ইউনাইটেড ক্লাবে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আফিয়া জালাল ফাউন্ডেশন এবং জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও বিনামূল্যে রিপোর্ট বিশ্লেষণ এবং ৫০% ছাড়ে সব ধরনের ডায়াগনস্টিক টেস্ট করার সুবিধা দেওয়া হয়। প্রাথমিক ও প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
চিকিৎসা নিতে আসা মুয়াজ বিন নাছির বলেন, ‘এখানে অনেক ভালো চিকিৎসা সেবা পেয়েছি। ডাক্তাররা খুব ভালো ব্যবহার করেছেন, যা সত্যিই প্রশংসনীয়।’
মেডিকেল ক্যাম্পের প্রধান সমন্বয়ক আরাফাত রহমান জিতু বলেন, ‘এই ক্যাম্পের আয়োজন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. শাহ আলম। তিনি ব্যক্তিগতভাবে এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন।”
তিনি আরও জানান, ‘এই মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আগামী দিনেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল বলেন, ‘শাহ আলম নিয়মিতই জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেন। আজকের মেডিকেল ক্যাম্প তারই একটি দৃষ্টান্ত। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
বিডি প্রতিদিন/জামশেদ