ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) বিভিন্ন সড়কে সড়কবাতি উন্নয়ন প্রকল্পে ভুয়া বিল ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
মঙ্গলবার (১ জুলাই) দুদকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দুদক জানায়, মসিকে অভিযানকালে বর্ণিত প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট প্রকৌশলীর বক্তব্য গ্রহণ করা হয়। অতঃপর প্রকল্পটির বিভিন্ন স্থানে, তথা ময়মনসিংহ শহরের জয়নাল আবেদীন পার্ক, সার্কিট হাউস চত্বর, খাগডহর, ঘুণ্টি, রহমতপুর বাইপাসসহ অন্যান্য এলাকার সড়ক বাতিগুলো সরেজমিন পরিদর্শন এবং স্থানীয় ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করা হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলি বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
সূত্র : বাসস।
বিডি-প্রতিদিন/বাজিত