নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনজন নিহত হওয়ার ঘটনায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রায় ১১ মাস পর এসব মামলা দায়ের করা হয়, যাতে প্রধান আসামি করা হয়েছে গণঅভ্যুত্থানে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে। একইসঙ্গে মামলায় নাম রয়েছে ফ্যাসিস্ট সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ আরও চারজনের। তিন মামলাতেই অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
গত ৩০ জুন আব্দুস সালাম ও সেলিম মণ্ডল নামের দুই যুবকের হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেন তাদের স্বজনরা। এর আগে ২৭ জুন মাদানীনগর এলাকায় নিহত আলাউদ্দিনের পরিবারও একটি হত্যা মামলা করে। একই আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের জালুকুড়ি এলাকায় নিহত মো. সুজন খানের ঘটনায়ও আরেকটি মামলা দায়ের হয়, যাতে ৭০-৮০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন নিহতরা। এ সময় মামলায় উল্লেখিত আসামিরা অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। গুলিতে সালাম, সেলিম, আলাউদ্দিন ও সুজন গুরুতর আহত হন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় পরে সবাই মারা যান। একই সঙ্গে ওইদিন ডাচ্ বাংলা ব্যাংকে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনূর আলম বুধবার (২ জুলাই) সকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামলা তিনটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বিডি প্রতিদিন/হিমেল