গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিএনপি।
আজ শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মুলাইদ এলাকায় পল্লী বিদ্যুৎ মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আসাদুজ্জামান রমজান, শ্রমিকদল নেতা রানা আহমেদ আকন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়ন, শ্রমিকদল নেতা নুরুল কবির ও রুবেল মন্ডল প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ