রাজধানীর রামপুরায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আলী হোসেন তালুকদার (৩৪)। তিনি ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক ছিলেন।
আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে রামপুরার হাজীপাড়া পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের রুমমেট সাইফুল ইসলাম বলেন, আলী হোসেন তালুকদার ক্যান্টনমেন্ট এলাকা থেকে ডিউটি শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। তখন বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। তিনি ওই বাসের চাকায় মাথা পিষ্ট হয়ে মারা যান।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার উপ-পরিদর্শক মো. আব্দুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা ও চালককে আটক করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃতের বড় ভাই মোশারফ তালুকদার বলেন, খবর পাই সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।
তিনি আরও বলেন, ছোট ভাই এক বছর হলো বিয়ে করেছে। তবে স্ত্রীকে এখনো তুলে আনা হয়নি। সে গ্রামে থাকে।
আলী হোসেন তালুকদার পিরোজপুর সদরের কুমিরামারা গ্রামের আব্দুল আজিজ তালুকদারের ছেলে। বর্তমানে মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
বিডি প্রতিদিন/জুনাইদ