রাজধানীর রামপুরায় বেপরোয়া গতির বাসের চাপায় আলী হোসেন তালুকদার (৩৪) নামে মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছে। তিনি রাজধানীর একটি কলেজের হিসাব রক্ষক ছিলেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রামপুরার হাজীপাড়া পেট্রোল পাম্পের সামনে বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী আবু হানিফ সোহান বলেন, ঘটনার সময় হাজীপাড়া পেট্রোল পাম্পের কিছুটা দুরে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এসময় একটি বাস তাকে চাপা দেয়। এতে তার মাথা চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আলী হোসেনের ভাই মো. আলম তালুকদার জানান, তাদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে। বাবার নাম আব্দুল আজিজ তালুকদার। তার ভাই মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় একটি মেসে থাকতেন। ছয় ভাই এক বোনের মধ্যে আলী হোসেন ছিলেন সবার ছোট।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান বলেন, বিকেলে হাজীপাড়া এলাকায় বাসের চাপায় ঘটনাস্থলে মারা যান ওই যুবক। এর পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে। বাসচালককে আটকের পাশাপাশি গাড়িটিও জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন