বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সেলিমা রহমান বলেছেন, গত ১৭ বছর আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। সরকারকে বারবার বলেছি জবাবদিহিতামূলক সরকার ছাড়া জনগণের আস্থা থাকে না। কেউ বলছেন সংস্কারের পর নির্বাচন হবে। আবার কেউ বলছেন আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব দেয়া হয়নি। এটা আপনারা করতে পারেন না। আপনাকে দিতে হবে সংসদ নির্বাচন। রোড ম্যাপ ঘোষণা করতে হবে। বৃহস্পতিবার বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলার দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি সেলিমা রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আমরা এখনো স্যালুট জানাই। আপনারা দল করবেন, করুন। সরকার থেকে বের হয়ে দল করুন। নিশ্চয়ই জনগণ আপনাদের ভালোবাসবেন, হয়তো নির্বাচিত করবেন। আপনারা বুকের রক্ত দিয়েছেন। জনগণ কাকে ভোট দিয়েছে বিষয় নয় বিএনপি দেখার বিষয় তাদের মৌলিক অধিকার ফিরে পেয়েছে কিনা।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন খান সভায় সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা মাসুম আহমেদ তালুকদার, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, রওনাকুল ইসলাম টিপু, এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু, হায়দার আলী লেলিন, এবায়দুল হক চান, মো. দুলাল হোসেন, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ডা. শহীদ হাসান।
বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশের সঞ্চালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন।
বিডি প্রতিদিন/এএ