চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ‘চোর’ সন্দেহে ‘মব সৃষ্টি করে’ মো. রিহান মহিন (১৫) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গার ব্রিজের উপর এ ঘটনা ঘটে। নিহত মহিন ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে এবং স্থানীয় কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মহিন তার তিন বন্ধুসহ গত বৃহস্পতিবার চট্টগ্রাম শহরে বেড়াতে যান। বেড়ানো শেষে তারা শুক্রবার ভোররাতে বাড়ি ফিরছিলেন। তারা বাড়ির প্রায় কাছাকাছি আসার পর আগে থেকে অপেক্ষমান ৮-১০ জনের একটি দল তাদের চোর আখ্যা দিয়ে ধাওয়া দেন। এরপর তাদের একজন সেখান থেকে চলে যেতে সক্ষম হলেও বাকী তিনজন দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। এরপর হামলাকারীরা সেখান থেকে তিনজনকে ধরে এনে চেইঙ্গার ব্রিজের র্যালিংয়ে বেঁধে বেদম পেটাতে থাকে। সেখানেই একপর্যায়ে নিস্তেজ হয়ে মারা যায় মহিন। পরে স্থানীয় কিছু বাসিন্দা মুহাম্মদ মানিক (১৯) ও মুহাম্মদ রাহাত (১৬) নামের বাকী দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে আহত ও নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, মহিন, মানিক ও রাহাত চট্টগ্রাম নগরে বেড়াতে গিয়ে রাতে বাড়িতে ফিরছিলো। তাদের অযথা চুরির অপবাদ দিয়ে ‘মব’ সৃষ্টি করে নৃশংসভাবে পেটানো হয়েছে।
ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। মারধরের শিকার কিশোররা নগরে বেড়াতে গিয়ে বাড়ি ফিরছিলো বলে জানা গেছে। কি কারণে এবং কীভাবে এই ঘটনা ঘটলো, তাদের মধ্যে কোনো পূর্বশত্রুতা ছিলো কিনা তদন্ত শেষে জানা যাবে। এই ঘটনায় নোমান ও আজাদ নামে দুই যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম