ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে ভিপি প্রার্থী আবদুল কাদের বলেছেন, বিগত দিনে শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গিয়ে আমাকে হল ছাড়তে হয়েছে, ক্যাম্পাসে হামলা-মামলার শিকার হতে হয়েছে। শিক্ষার্থীদের পক্ষে কথা বলার জন্য রাজু ভাস্কর্য থেকে আমাকে জেলে যেতে হয়েছে। কিন্তু জেল থেকে বের হয়েও আমি থেমে থাকিনি। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমার লড়াই অব্যাহত থাকবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের ৯ দফার ঘোষক আবদুল কাদের বলেন, আমার কাছে মনে হয় শিক্ষার্থীরা আস্থার জায়গা চায়, তারা তাকেই চায় যারা বিগত দিনের দুঃসময়ে তাদের পাশে ছিল। যখন গণরুম গেস্টরুমের নির্যাতন চলছিল সে সময়ে শিক্ষার্থীরা যাদের পাশে পেয়েছিল তাদের শিক্ষার্থীরা প্রায়োরিটি দেবে। একই সঙ্গে শিক্ষার্থীরা রেগুলার শিক্ষার্থীদের প্রায়োরিটি দেবে। শিক্ষার্থীরা তাদের মধ্য থেকে একজনের নেতৃত্ব চায়। আমি মনে করি আমার বাইরে যারা আছেন তারা তিন বছর, পাঁচ বছর কিংবা সাত বছর আগে ক্যাম্পাস ছেড়ে দিয়েছেন। ডাকসুকে উপলক্ষ করে তারা আবার ক্যাম্পাসে প্রবেশ করছেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এ আহ্বায়ক বলেন, আমার ধারণা শিক্ষার্থীরা প্রার্থীদের মধ্যে আমাকে এগিয়ে রাখবেন। শিক্ষার্থীরা আস্থার জায়গাটা আমার কাছে বেশি পাবেন। ছাত্রদল বা শিবিরের প্রার্থীদের তুলনায় শিক্ষার্থীরা কেন তাকে এগিয়ে রাখবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক থাকতে পারে যে, নব্বই দশকের পর আবারও ছাত্রদল হলগুলো দখল করে নেয় কি না। কারণ আমরা দেখেছি শিবির ও ছাত্রদলের মাঝে আধিপত্যের এক লড়াই চলে।
এ লড়াই চলাকালে শিক্ষার্থীদের পক্ষে কে কথা বলবে, বিগত দিনে কাদের এমন নজির আছে সে জায়গা থেকে তারা আমাকে বিবেচনায় নিতে পারে বলে আমি মনে করি।