বরিশালের গৌরনদী উপজেলায় ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার গেরাকুল গ্রামে এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া শিক্ষার্থী হলো-তামিম সরদার (৮)। আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের তাইজুদ্দিন সরদারের একমাত্র ছেলে সে।
উত্তর গেরাকুল মারকাযুন নূর আমেরিয়া কাসেমিয়া নূরানীয়া কওমী মাদরাসার (আবাসিক) নাজেরা শাখার ছাত্র ছিলো তামিম।
পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে আটটার দিকে এক সহপাঠীকে নিয়ে তামিম মাদ্রাসার পাশে একটি ডোবায় গোসল করতে যায়। পানিতে নেমে তামিম ডুবতে থাকলে সহপাঠী শয়ন সন্যামত ডাক-চিৎকার দেয়। তখন মাদ্রাসার শিক্ষক ও অন্য ছাত্ররা এগিয়ে এসে ডোবা থেকে তামিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম