শিল্পনগরী ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসন। এখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী হলেন দুই পরিচিত মুখ। তারা হলেন- কলিম উদ্দিন আহমদ মিলন ও মিজানুর রহমান চৌধুরী। জামায়াতের একক প্রার্থী প্রিন্সিপাল আবদুস সালাম আল মাদানী। খেলাফত মজলিস থেকে হাফেজ মাওলানা আবদুল কাদির প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
কলিম উদ্দিন আহমদ মিলন তিনবারের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক। মিজানুর রহমান চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। দলীয় সূত্র মতে, ১৯৯৬ সালের পর থেকে জেলা বিএনপির প্রায় প্রতিটি কমিটিতে সভাপতি অথবা সাধারণ সম্পাদক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন মিলন। তার বিপুলসংখ্যক দলীয় অনুসারীর পাশাপাশি রয়েছে ব্যাপক জনসমর্থন। অন্যদিকে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানের রয়েছে পৃথক রাজনৈতিক বলয় এবং ব্যক্তিগত জনপ্রিয়তা। দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে দীর্ঘদিন ধরে মাঠে রয়েছেন বিএনপির পরিচিত এই দুই মুখ। এই আসনে জামায়াত একক প্রার্থী হিসেবে প্রিন্সিপাল আবদুস সালাম আল মাদানীর নাম ঘোষণা করেছে। জেলা জামায়াতের শুরা সদস্য পদে রয়েছেন তিনি। জেলার পাঁচটি আসনের মধ্যে সুনামগঞ্জ-৫ আসনে দলীয় মজবুত ভিত্তি ও তুলনামূলক জনসমর্থন রয়েছে জামায়াতের। অতীতে উপজেলা নির্বাচনসহ স্থানীয় সরকারে বিভিন্ন পর্যায়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থীরা। পরিবর্তিত প্রেক্ষাপটে সাংগঠনিক শক্তি ও জনসমর্থনকে কাজে লাগিয়ে অতীতের চেয়ে ভালো করার লক্ষ্যে মাঠে নেমেছেন জামায়াত প্রার্থী। সুনামগঞ্জের এই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়ন চাইবেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী এম আতাউর রহমান স্বপন।