গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আরমান হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে।
সোমবার রাতে রাজধানী থেকে তাকে আটক করা হয়। গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হাসান জানান, সিসিটিভি ফুটেজে নীল শার্ট পরিহিত ব্যক্তিকে যিনি দেখা গিয়েছিলেন, তিনি এই আরমান।
এ ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে র্যাব এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে। এর আগে গত শুক্রবার স্বাধীন নামের এক আসামিকে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকা থেকে এবং পরে শহিদুল নামে আরেক আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৭ আগস্ট গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।
তুহিন হত্যাকাণ্ডের পর তার ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাতনামাদের নামে মামলা দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের পরিচয় শনাক্ত করে গ্রেফতার অভিযান চালিয়ে আসছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন