চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কাভার্ডভ্যানের ভেতর থেকে মো. মহিউদ্দিন (৪০) নামের এক চালকের লাশ উদ্ধার করা হয়ছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় পার্কিং করা গাড়িতে স্থানীয়রা চালকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। নিহত মহিউদ্দিন ফটিকছড়ি উপজেলার নারায়ণ হাট এলাকার বাসিন্দা ছিলেন।
বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান জানান, কাভার্ডভ্যানের চালকের আসনের পেছনে বিশ্রামের একটি সিট রয়েছে। ওই সিটে চিৎ হয়ে শোয়া অবস্থায় মহিউদ্দিনের লাশ পাওয়া গেছে। তার ডান হাত মাথার নিচে ছিল। পচন ধরে গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কাভার্ডভ্যানের মালিক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মো. রাসেল আহমেদ জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ থেকে মালামাল নিয়ে কাভার্ডভ্যানটি চালিয়ে বৃহস্পতিবার রাতে বোয়ালখালী পৌঁছায় মহিউদ্দিন। শুক্রবার সেখানে মালামাল নামিয়ে দেয়। ওইদিন সন্ধ্যায়ও তার সাথে মালিকের কথা হয়। এরপর থেকে মহিউদ্দিন আর ফোন রিসিভ করেনি। রবিবার অন্য গাড়ির হেলপার গাড়িটি দেখতে পেয়ে চালকের আসনে উঁকি দিয়ে মহিউদ্দিনের লাশ দেখতে পায়।
বিডি প্রতিদিন/এএম