২৪ এর জুলাই-আগস্টের শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মৌন মিছিল করেছে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি। শুক্রবার বিকেলে শহরের সিভিল সার্জনের অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়। মৌন মিছিলটি সদর হাসপাতাল, প্রেসক্লাব, নিলটুলী হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজম খান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমটি আক্তার টুটুল, মিজানুর রহমান মিনান, কোতয়ালী থানা বিএনপির সাবেক সদস্য সচিব নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মুরাদ হোসেনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মৌন মিছিলে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ